নাটোর জেলার সেহরি ও ইফতারের সময়সূচি

ইতিমধ্যে শাবান মাসের ১৫ দিন অতিবাহিত হয়ে গেছে। সুতরাং আর মাত্র কয়েকটা দিন বাকি রয়েছে রহমতের মাসটি আমাদের মাঝে উপস্থিত হতে। বিশ্বের সকল প্রান্তের মুসলিমরা রমজানের জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছে। তার মধ্যে সবথেকে কমন হচ্ছে পুরো রমজান মাসের একটি ক্যালেন্ডার সংগ্রহ করা। কারণ রমজান মাসের ক্যালেন্ডার এর মাধ্যমে আমরা প্রত্যেকটি সিয়াম এর সময়সূচি জানতে পারি। রোজার সময়সূচি বলতে প্রতিদিন সেহরির শেষ সময় এবং ইফতারের সময়। একজন ব্যক্তিকে রোজা রাখতে হলে তাকে অবশ্যই প্রতিটি রোজার সেহরির সময় এবং ইফতারের সময়সূচি জানতে হবে। কেননা একজন ব্যক্তিকে সময়মতো সেহরী এবং ইফতার করতে হয়। কোন ব্যক্তি সময় মত এই দুটি কাজ না করলে তার রোজা হবে না। অর্থাৎ ফজরের আযানের আগে আমাদের সেহরি খেতে হবে। আর সূর্যাস্তের সময় আমাদের ইফতার করতে হবে।

নাটোর জেলার সেহরি ও ইফতারের সময়সূচি

নংতারিখদিবসসেহরির শেষ সময়ইফতারের সময়
৩ এপ্রিলরবিবার৪:৩১ এএম৬:২৭ পিএম
৪ এপ্রিলসোমবার৪:৩০ এএম৬:২৭ পিএম
৫ এপ্রিলমঙ্গলবার৪:২৮ এএম৬:২৮ পিএম
৬ এপ্রিলবুধবার৪:২৮ এএম৬:২৮ পিএম
৭ এপ্রিলবৃহস্পতি৪:২৭ এএম৬:২৯ পিএম
৮ এপ্রিলশুক্রবার৪:২৬ এএম৬:২৯ পিএম
৯ এপ্রিলশনিবার৪:২৫ এএম৬:২৯ পিএম
১০ এপ্রিলরবিবার৪:২৪ এএম৬:৩০ পিএম
১১ এপ্রিলসোমবার৪:২৩ এএম৬:৩০ পিএম
১০১২ এপ্রিলমঙ্গলবার৪:২২ এএম৬:৩১ পিএম
নংতারিখদিবসসেহরির শেষ সময়সেহরির শেষ সময় (AM/PM)ইফতারের সময়ইফতারের সময় (AM/PM)
১১১৩ এপ্রিলবুধবার৪:২১রাত৬:৩১সন্ধ্যা
১২১৪ এপ্রিলবৃহস্পতিবার৪:১৯রাত৬:৩১সন্ধ্যা
১৩১৫ এপ্রিলশুক্রবার৪:১৮রাত৬:৩২সন্ধ্যা
১৪১৬ এপ্রিলশনিবার৪:১৭রাত৬:৩২সন্ধ্যা
১৫১৭ এপ্রিলরবিবার৪:১৬রাত৬:৩২সন্ধ্যা
১৬১৮ এপ্রিলসোমবার৪:১৫রাত৬:৩৩সন্ধ্যা
১৭১৯ এপ্রিলমঙ্গলবার৪:১৪রাত৬:৩৩সন্ধ্যা
১৮২০ এপ্রিলবুধবার৪:১৩রাত৬:৩৪সন্ধ্যা
১৯২১ এপ্রিলবৃহস্পতিবার৪:১২রাত৬:৩৪সন্ধ্যা
নংতারিখদিবসসেহরির
শেষ সময়
ইফতারের
সময়
২১২৩ এপ্রিলশনিবার৪:১০৬:৩৫
২২২৪ এপ্রিলরবিবার৪:০৯৬:৩৬
২৩২৫ এপ্রিলসোমবার৪:০৯৬:৩৬
২৪২৬ এপ্রিলমঙ্গলবার৪:০৮৬:৩৭
২৫২৭ এপ্রিলবুধবার৪:০৭৬:৩৭
২৬২৮ এপ্রিলবৃহস্পতিবার৪:০৬৬:৩৭
২৭২৯ এপ্রিলশুক্রবার৪:০৫৬:৩৮
২৮৩০ এপ্রিলশনিবার৪:০৪৬:৩৮
২৯১ মেরবিবার৪:০৩৬:৩৯
৩০ *২ মেসোমবার৪:০২৬:৩৯

অনেক মানুষের ভুল ধারণা রয়েছে তারা মনে করে মাগরিবের আজানের সময় ইফতার করতে হয়। কিন্তু আযানের সঙ্গে ইফতারের কোন সম্পর্ক নেই। কারণ হাদিসে বলা হয়েছে সূর্যাস্তের সঙ্গে সঙ্গে আমাদের ইফতার করতে হবে। তাই প্রত্যেকটি মুসলিমকে সূর্যাস্তের সময় অনুযায়ী ইফতার করতে হবে। বাংলাদেশের ইসলামিক ফাউন্ডেশন ইফতারের সময়সূচিকে সতর্কতামূলকভাবে তিন মিনিট বাড়িয়ে দিয়েছে।

এইটা সম্পূর্ণ একটি ভুল সিদ্ধান্ত। বিশ্বের প্রতিটি মুসলিম কে সূর্যাস্তের সময় অনুযায়ী ইফতার করতে হবে। রাজশাহী বিভাগের নাটোর জেলায় যে সকল প্রাণপ্রিয় মুসলিমগণ বসবাস করে তাদেরকে শুধুমাত্র নাটোর জেলার রমজানের ক্যালেন্ডার অনুসরণ করতে হবে। ২০২৩ সালে নাটোর জেলার সেহরি এবং ইফতারের সময়সূচি নিচে দেওয়া রয়েছে।

মন্তব্য করুন