রাজশাহী জেলার সেহরি ও ইফতারের সময়সূচি

রহমতের মাস রমজান মাস আমাদের কাছে কড়া নাড়ছে। সবাইকে বছরের রমজান মাসের আন্তরিক শুভেচ্ছা। রমজান মাস প্রত্যেকটি মুমিন ব্যক্তির কাছে আনন্দের একটি মাস। কারণ মুমিন ব্যক্তিরা এই মাসে আল্লাহকে সন্তুষ্টি করার উদ্দেশ্যে বেশি বেশি সিয়াম পালন করে এবং আল্লাহকে স্মরণ করে। ‌ এছাড়াও এই মাস গুনাহ মাফের মাস। ‌ রমাদান মাসে বেশি বেশি ইবাদত করলে এবং আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করে দিবে। সব থেকে মর্যাদাপূর্ণ এই মাসে আমাদের পবিত্র গ্রন্থ কোরআন নাজিল হয়েছিল। ‌

এই কারণে রমাদান মাসের মর্যাদা এবং গুরুত্ব এত বেশি। ‌ আল্লাহতালা আমাদের ওপর রমজান মাসে সিয়াম পালন করা ফরজ করেছে। তাই বিশ্বের সকল প্রান্তে মুসলিমগণ রমজান মাসে সিয়াম পালন করে। আর এই সিয়াম প্রত্যেকটি মুসলিমকে সঠিক নিয়মে এবং যথাসময়ে করতে হবে। সিয়াম পালনের জন্য দুটি গুরুত্বপূর্ণ মাধ্যম হলো সেহরি এবং ইফতার। এই দুইটি জিনিস আমাদের সময়মতো আদায় করার জন্য একটি সময়সূচির প্রয়োজন। ‌

রাজশাহী জেলার সেহরি ও ইফতারের সময়সূচি

রাজশাহী জেলার ইফতারের সময়সূচি

নংতারিখদিবসসেহরির শেষ সময়সেহরির শেষ সময় (AM/PM)ইফতারের সময়ইফতারের সময় (AM/PM)
৩ এপ্রিলরবিবার৪:৩২পূর্বাহ্ণ৬:২৭অপরাহ্ণ
৪ এপ্রিলসোমবার৪:৩১পূর্বাহ্ণ৬:২৭অপরাহ্ণ
৫ এপ্রিলমঙ্গলবার৪:২৯পূর্বাহ্ণ৬:২৮অপরাহ্ণ
৬ এপ্রিলবুধবার৪:২৯পূর্বাহ্ণ৬:২৮অপরাহ্ণ
৭ এপ্রিলবৃহস্পতিবার৪:২৮পূর্বাহ্ণ৬:২৯অপরাহ্ণ
৮ এপ্রিলশুক্রবার৪:২৭পূর্বাহ্ণ৬:২৯অপরাহ্ণ
৯ এপ্রিলশনিবার৪:২৬পূর্বাহ্ণ৬:২৯অপরাহ্ণ
১০ এপ্রিলরবিবার৪:২৫পূর্বাহ্ণ৬:৩০অপরাহ্ণ
১১ এপ্রিলসোমবার৪:২৪পূর্বাহ্ণ৬:৩০অপরাহ্ণ
নংতারিখদিবসসেহরির শেষ সময়সেহরির শেষ সময় (AM/PM)ইফতারের সময়ইফতারের সময় (AM/PM)
১১১৩ এপ্রিলবুধবার৪:২২পূর্বাহ্ণ৬:৩১অপরাহ্ণ
১২১৪ এপ্রিলবৃহস্পতিবার৪:২০পূর্বাহ্ণ৬:৩১অপরাহ্ণ
১৩১৫ এপ্রিলশুক্রবার৪:১৯পূর্বাহ্ণ৬:৩২অপরাহ্ণ
১৪১৬ এপ্রিলশনিবার৪:১৮পূর্বাহ্ণ৬:৩২অপরাহ্ণ
১৫১৭ এপ্রিলরবিবার৪:১৭পূর্বাহ্ণ৬:৩২অপরাহ্ণ
১৬১৮ এপ্রিলসোমবার৪:১৬পূর্বাহ্ণ৬:৩৩অপরাহ্ণ
১৭১৯ এপ্রিলমঙ্গলবার৪:১৫পূর্বাহ্ণ৬:৩৩অপরাহ্ণ
১৮২০ এপ্রিলবুধবার৪:১৪পূর্বাহ্ণ৬:৩৪অপরাহ্ণ
২১২৩ এপ্রিলশনিবার৪:১১৬:৩৫
২২২৪ এপ্রিলরবিবার৪:১০৬:৩৬
২৩২৫ এপ্রিলসোমবার৪:১০৬:৩৬
২৪২৬ এপ্রিলমঙ্গলবার৪:০৯৬:৩৭
২৫২৭ এপ্রিলবুধবার৪:০৮৬:৩৭
২৬২৮ এপ্রিলবৃহস্পতিবার৪:০৭৬:৩৭
২৭২৯ এপ্রিলশুক্রবার৪:০৬৬:৩৮
২৮৩০ এপ্রিলশনিবার৪:০৫৬:৩৮
২৯১ মেরবিবার৪:০৪৬:৩৯
৩০ *২ মেসোমবার৪:০৩৬:৩৯

বাংলাদেশের অন্যতম একটি জেলা হচ্ছে রাজশাহী। এই জেলাটি পরিচ্ছন্ন এবং শিক্ষা নগরী হিসেবে পরিচিত। রাজশাহী বাংলাদেশের উত্তর অঞ্চলে অবস্থিত। আর বাংলাদেশের যে সকল জেলা এবং বিভাগ উত্তর অঞ্চলে অবস্থিত সে সকল এলাকায় সূর্য উদিত এবং সূর্যাস্ত সবার পরে হয়। সাধারণত ভৌগোলিক কারণে সূর্য উদিত এবং সূর্যাস্তের সময়ের মধ্যে পার্থক্য হয়।

রোজা রাখার জন্য সূর্যাস্ত এবং সূর্য উদিত সময়ও খুবই গুরুত্বপূর্ণ। কেননা সূর্যাস্তের সময় অনুযায়ী সেহরির সময় এবং সূর্যাস্তের সময় অনুযায়ী ইফতারের সময়সূচি পরিবর্তন হয়। তাই রাজশাহী জেলার রমজানের সময়সূচী ঢাকা বিভাগ থেকে আলাদা। ‌ যে সকল ব্যক্তির রাজশাহীতে অবস্থান করছে তাদের তারা সেই জেলা রমজানের সময়সূচী ২০২৩ সংগ্রহ করতে হবে। ‌ আমাদের এখান থেকে সকল রাজশাহীর মুসলিমগণ ‌ রাজশাহী জেলার সেহরি এবং ইফতারের সময়সূচি জানতে পারবে ।

মন্তব্য করুন